
আপনি মোটেই একা নন।

~300,000,000
মানুষের সিকল সেলের লক্ষণ আছে*
~6,400,000
মানুষের সিকল সেল অসুখ আছে†
~300,000
সিকল সেল অসুখ নিয়ে প্রতি
বছর জন্মানো শিশুর সংখ্যা†
*যেসব মানুষের সিকল সেলের লক্ষণ থাকে, তাঁদের 1টি স্বাভাবিক হিমোগ্লোবিন জিন ও 1টি সিকল হিমোগ্লোবিন জিন থাকে।
†যেসব মানুষের সিকল সেল অসুখ থাকে, তাঁদের 2টি সিকল হিমোগ্লোবিন জিন থাকে ও খুব সম্ভবত সিকল সেল অসুখের উপসর্গ থাকে।
আরও অনেক মানুষ সিকল সেল অসুখে আক্রান্ত হন।
সিকল সেলের অসুখ একটি বংশগত রোগ এবং বিশ্বের একটি অন্যতম জিনগত রক্তের সমস্যা।
যেসব অঞ্চলে ম্যালেরিয়া হত, সেখান থেকে কয়েক হাজার বছর আগে সিকল সেলের জিন উদ্ভূত হয়েছিল এবং এখনও ক্রমশ ছড়িয়ে পড়ছে। এটি আফ্রিকায় উদ্ভূত হওয়ার কারণে, প্রাথমিকভাবে সিকল সেল অসুখ আফ্রিকার বংশোদ্ভূত মানুষদের আক্রমণ করেছে। পরবর্তীকালে দেখা গেছে যে, সিকল সেলের জিন ম্যালেরিয়ার প্রতিরোধক হতে পারে।
অভিপ্রয়াণের ধারা অনুসারে, ভূমধ্যসাগরীয়, মধ্য প্রাচ্য, ককেশীয়, ভারতীয়, হিসপ্যানীয়, আমেরিকার আদিবাসী, ও অন্যান্য বংশোদ্ভূতরাও আক্রান্ত হতে পারেন।

অভিপ্রয়াণের ফলে সিকল সেল অসুখের মানচিত্র বদলে যাচ্ছে।
মানুষ যখন তাঁদের মূল বাসভূমি থেকে অন্যত্র চলে যান, তখন সিকল সেল অসুখ বিশ্বের অন্যান্য স্থানে, যেমন উত্তর ও দক্ষিণ আমেরিকায়, ইয়োরোপে প্রভাব বিস্তার করে।
2010 থেকে 2050 পর্যন্ত, সিকল সেল অসুখ নিয়ে জন্মানো শিশুর সংখ্যা বিশ্বব্যাপী 30% বৃদ্ধি পাবে বলে অনুমান করা হয়েছে।
সিকল সেল অসুখ সম্বন্ধে প্রচলিত ধারণা ও সত্য কথা
সিকল সেল সম্বন্ধে সচেতনতা বিশ্বব্যাপী বাড়ার সঙ্গে সঙ্গে, সমস্যাটি সম্বন্ধে প্রচলিত ধারণাগুলি ভেঙে ফেলা জরুরী। নিম্নোক্ত ধারণাগুলি বহুপ্রচলিত ও রোগাক্রান্ত মানুষ, তাঁদের পরিবার ও যত্ন প্রদানকারী, বন্ধু, ও স্বাস্থ্যসুরক্ষা প্রদানকারীদের প্রভাবিত করতে পারে। নীচের কোনও একটি ধারণার উপর ক্লিক করে সেটি সম্বন্ধে সত্যি কথাটি দেখে নিন।
ধারণা: কেবলমাত্র আফ্রিকার বংশোদ্ভূত মানুষদের সিকল সেল অসুখ হয়।
সত্যি: যদিও আফ্রিকার বংশোদ্ভূতদের মধ্যে সিকল সেলের আক্রমণ সবথেকে বেশি হয়, কিন্তু এটি বিশ্বের অন্যান্য অঞ্চলের মানুষদেরও আক্রমণ করে।
ধারণা: সিকল সেল অসুখ সংক্রামক।
সত্যি: সিকল সেল অসুখ একটি বংশগত রক্তের সমস্যা; এই সমস্যা মোটেও সংক্রামক নয়! এটি শুধুমাত্র পিতা-মাতার মাধ্যমে সন্তানের দেহে যেতে পারে।
ধারণা: সিকল সেল অসুখ একটি স্বল্পস্থায়ী সমস্যা।
সত্যি: যদিও কিছু ব্যথাবেদনা স্বল্পস্থায়ী হতে পারে, কিন্তু যেসব মানুষের সিকল সেল অসুখ রয়েছে, সেটি তাঁদের জন্ম থেকে শুরু করে আজীবন থাকে।
ধারণা: সিকল সেল অসুখ মাত্র এক প্রকারের হয়।
সত্যি: আসলে সিকল সেল অসুখের কয়েকটি প্রকার থাকে, যার মধ্যে এইচবিএসসি, এইচবিএস β-থ্যালাসেমিয়া, ও এইচবিএসএস হল সমস্যাটির সর্বাধিক পরিলক্ষিত প্রকার; এগুলি ছাড়াও আরও কয়েকটি প্রকার হয়।
ধারণা: ব্যথাবেদনার একমাত্র কারণ হল কাস্তে আকৃতির লোহিত রক্তকণিকা।
সত্যি: সিকল সেল ছাড়াও আরও বহু কারণ থাকে। শুধুমাত্র লোহিত রক্তকণিকা নয়, সিকল সেল অসুখ যেভাবে দেহের রক্ত সঞ্চালন তন্ত্রের অন্যান্য অংশের উপর প্রভাব বিস্তার করে, আসলে সেটির জন্যই ব্যথাবেদনা হয়।
ধারণা: য়োজন না হলেও সিকল সেল রোগাক্রান্ত মানুষেরা ব্যথার ওষুধ নেন।
সত্যি: সিকল সেল অসুখের অন্যতম সমস্যা হল ব্যথাবেদনা, সেটি গুরুতর হতে পারে ও চিকিৎসার প্রয়োজন হতে পারে। ব্যথাবেদনা থেকে উপশমের জন্য প্রায়ই ব্যথার ওষুধের প্রেসক্রিপশনের প্রয়োজন হয়।
ধারণা: সিকল সেল রোগাক্রান্ত মানুষেরা হতাশ হয়ে পড়েন ও উদ্যম হারিয়ে ফেলেন।
সত্যি: সিকল সেল অসুখ মানুষের দেহ, মন, ও সার্বিক জীবনের উপর প্রভাব বিস্তার করতে পারে। যারা সিকল সেল অসুখের উপসর্গ জানেন না, তাঁরা ক্লান্তি ও উদ্বেগের মতো স্বাস্থ্যের সমস্যাগুলিকে হয়ত ভুল বুঝতে পারেন।