
বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষের সিকল সেল ডিজিজ (কাস্তে আকৃতির কোষ সংক্রান্ত অসুখ) আছে এবং তাঁরা সমস্যাজনক ব্যথাবেদনা নিয়ে বেঁচে আছেন।
আরও জানুন। আরও কাজ করুন। একসঙ্গে।
বিশ্বমানের স্বাস্থ্য চিকিৎসক ও ফটোগ্রাফার ডাঃ অ্যালেক্স কুমারের সঙ্গে নোভারটিস হাত মিলিয়েছে, যাতে বিশ্বব্যাপী সিকল সেল রোগীদের কাহিনি জানা যায়।

আরও রোগীদের কাহিনি এখানে দেখুন >>

ব্যথাবেদনা অত্যন্ত পীড়াদায়ক হতে পারে, যা আপনার শরীর, মন, ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি করে আপনার জীবনের সবকিছু তছনছ করতে পারে।
ব্যথাবেদনা সম্বন্ধে আরও জানুন >>